দিনাজপুর চিরিরবন্দরে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ২

জুলাই ০৩ ২০২২, ১০:৪৪

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্ন্যাকুড়ির পাশে বাড়ি থেকে বৃষ্টিতে ভিজে তিনজন জমি বাড়িতে ছাগল আনতে গেলে ওই সময় বজ্রপাতে ১জন নিহত ও ২ জন আহত হয়েছে ।

নিহত ব্যক্তি হলেন, চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্ন্যাকুড়ি ডাঙ্গাপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে সামিউল(১২)। আহত ২ জনের তথ্য পাওয়া যায়নি ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১জুলাই) বিকেলের দিকে বাড়ী থেকে একটু দুরে জমি বাড়িতে একই সাথে তিনজন ছাগল আনতে গেলে বজ্রপাত পরলে তাদের তিনজনের অবস্থা খুব খারাপ থাকায় স্থানীয় ও প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কর্মরর্ত চিকিৎসক সামিউলকে(১২) মৃত ঘোষণা করেন। বাকি ২জন চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার ৪নং ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন,
চেয়ারম্যান আরো জানান বজ্রপাতে শিশুটি মারা যাওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও