সম্পূর্ণ ঘুষ না পেয়ে অবঃ সেনা সদস্যকে জীবননাশের হুমকি তেরখাদা ইউঃ ভূমি কর্মকর্তার 

আগস্ট ১১ ২০২২, ১১:৩৫

Spread the love

স্টাফ রিপোর্টার , খুলনা :ঘুষের সম্পূর্ণ টাকা না পেয়ে অবঃ সেনা সদস্য মোঃ আলী গফফার মোল্যাকে জীবন নাশের হুমকি দিলেন তেরখাদা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জালাল হোসেন ।

এ ব্যাপারে অবঃ সেনা সদস্য মোঃ আলী গফফার মোল্যা খুলনা বিভাগীয় কমিশনার , খুলনা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন ।

তিনি জীবনের নিরাপত্তাহীনতা বোধ করে তেরখাদা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন । যার নং-৩৩২ ৷

তারিখ-০৮/০৮/২০২২ ইং।

লিখিত অভিযোগে জানা যায় , আলী গফফার মোল্যা তেরখাদা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভূমি সহকারী কর্মকর্তা জালাল হোসেনের নিকট ৪ টি মিউটেশন কেসের রিপোর্ট তামিল করতে দেন ।

এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলী গফফার মোল্যার কাছে আট হাজার টাকা ঘুষ দাবি করেন ।

এসময় গফফার মোল্লা বলেন , কাজ করেন , কাজ শেষে দেখা যাবে ।

এই বলে তার কাগজপত্রাদি মোঃ জালাল হোসেনের নিকট রেখে আসেন ।

গত ৭ আগস্ট সকাল ১১টার দিকে আলী গফফার মোল্যা তেরখাদা ইউনিয়ন ভূমি অফিসে যান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জালাল হোসেনের নিকট তার কাজের কথা জানতে চান ।

তার মিউটেশন কেসগুলো তামিল হয়েছে কিনা তাও জানতে চান ।

এসময় তিনি ৫ হাজার টাকা দিয়ে জালাল হোসেনকে বলেন আমাকে অনলাইনে খাজনা কেটে দিতে হবে ।

মোঃ জালাল হোসেন অবঃ সেনা সদস্যকে বলেন তামিলের বাকী টাকা দেন ।

আলী গফফার বলেন তামিল করতে টাকা লাগে এটা তো জানা ছিলো না ।

পরে আলী বলেন , বাকী টাকা দিতে পারি তামিলের রশিদ দিতে হবে ।

এই কথা বলার সাথে সাথে সহকারী ভূমি কর্মকর্তা আলী গাফফার মোল্যার উপর দারুণভাবে ক্ষিপ্ত হন ।

একপর্যায়ে অবঃ সেনা সদস্য গফ্ফার মোল্যাকে অফিস থেকে বের করে দেন ।

পরবর্তীতে অফিসে আসলে দেখিয়ে দেয়া হবে বলেও হুমকি দেন ।

আলী গফ্ফার উপায়ন্তর না পেয়ে ওখান থেকে ফিরে আসেন ।

পরে তিনি খুলনা বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জালাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ।

এছাড়া জীবনের নিরাপত্তা হীনতাবোধ করে তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জালাল হোসেনের বিরুদ্ধে তেরখাদা থানায় একটি সাধারণ ডায়েরি করেন ।

এ বিষয়ে আলী গফফার মোল্যা বলেন , ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জালাল হোসেন তার পোষ্য দালাল এবং সন্ত্রাসীদের সহযোগিতায় আমাকে জীবন নাশের হুমকি দিয়েছে ।

তিনি বলেন তেরখাদা ইউনিয়ন ভূমি অফিসে চিহ্নিত দালালরা সারাদিন বসে বসে ওই ভূমি সহকারী কর্মকর্তার নির্দেশে দালালি বাণিজ্য করে ।

তিনি আরো বলেন , সহকারী কর্মকর্তা মোঃ জালাল হোসেন খাজনার দাখিলা , মিউটেশনের তদন্তের রিপোর্ট , পর্চা প্রদানসহ বিভিন্ন কাজে অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছে ।

কোনো কোনো সময় নিজে , আবার কোনো কোনো সময় দালালদের মাধ্যমে তার বাণিজ্য অব্যাহত রেখেছে ।

বিষয়টি নিয়ে তিনি গত ৭ আগস্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন এবং তেরখাদা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ।

আলী গফ্ফার বলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জালাল হোসেনের এই অসদআচরণে এবং ঘুষ বাণিজ্যে জনসাধারণ দারণভাবে হয়রানির শিকার হচ্ছে ।

বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও