রামপাল ইউপি সদস্য প্রতিবন্ধী লাকি’র সঙ্গে প্রতারণা করায় জনতার হাতে ধোলাই

সেপ্টেম্বর ১৯ ২০২২, ১৫:২৩

Spread the love

মোঃ ইকরামুল হক রাজিব, ব্যুরো প্রধান খুলনাঃ বাগেরহাট রামপাল উপজেলা বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজার এলাকায় এক প্রতিবন্ধী অসহায় নারীর কষ্টে উপার্জিত অর্থ জমি ক্রয়ের জন্য বিশ্বাস করে সাবেক ইউপি সদস্য মল্লিক মিজানুর রহমান এর কাছে হস্তান্তর করেন ৷ এবং অসহায় লাকি বেগম এর সঙ্গে জমি দিবে দিবে বলে বিভিন্ন তালবাহানা করে আসছে।

একপর্যায় জমি দিতে অস্বীকার করলে দারিদ্র মহিলা স্থানীয় প্রতিনিধিদের কাছে সুষ্ঠ্ সমাধান চেয়ে মৌখিক অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার কারণে ইউপি সদস্য মল্লিক মিজানুর রহমান ও ভাতিজা মল্লিক অভি অসহায় লাকি বেগমের উপর ক্ষিপ্ত হয় এবং প্রকাশ্যে মল্লিক অভি গিলাতলা বাজারে ধারালো অস্ত্র নিয়ে মহিলাকে হত্যার উদ্দেশ্যে ঘোরাফেরা করতে থাকে।

বিষয়টি গিলাতলা বাজার এলাকায় অগণিত জনতার গোচরে আসার এক পর্যায়ে এলাকার সাধারণ জনতা ক্ষিপ্ত হইয়া ইউপি সদস্য মল্লিক মিজানুর রহমান ও তার ভাতিজা মল্লিক অভি’র উপর চড়াও হয়।  তর্ক -বিতর্কের মধ্য দিয়ে এক পর্যায়ে গণধোলাই’র শিকার হয় মল্লিক মিজানুর রহমান ও মল্লিক অভি।

জনতার হাতে গণধোলাই’র শিকার হয়ে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি হন।ইতিপূর্বেও ইউপি সদস্য মল্লিক মিজানুর রহমান এর নামে বিভিন্ন চাঁদাবাজি,কর্মসূচির টাকা আত্মসাৎ,ভুয়া নমিনি সাজিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন,
নারি কেলেঙ্কারি সহ রাষ্ট্র বিরোধী অগণিত কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থাকার শতভাগ সত্য তথ্য পাওয়া যায় এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় তাদের অপকর্মের সংবাদ প্রকাশিত হয় ৷

অসহায় মহিলাকে জমি দেওয়া বাবদ অর্থ নেওয়ার এই সত্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন প্রকার অসত্য বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ অব্যাহত রেখেছে এবং এলাকাবাসীর কাছ থেকে তাদের অপকর্মের শতভাগ সত্য সংবাদ পাওয়া যায় ৷
সাবেক ইউপি সদস্য মল্লিক মিজানুর রহমানের কাছে অসহায় লাকি’র দেওয়া জমি ক্রয় বাবদ অর্থ সম্পর্কে সংবাদকর্মীরা মুঠোফোনে জানতে চাইলে তিনি মুঠোফোনটি কেটে দেন ৷ এবং একাধিক বার ফোন দেওয়ার পর ও তিনি কোন তথ্য সংবাদ কর্মীদের কে দিতে পারেন নাই৷

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও