জাতীয় গণহত্যা দিবস ২০২৩ উপলক্ষ্যে তেরখাদায় আলোচনা সভা অনুষ্ঠিত

মতেরখাদা প্রতিনিধিঃ ২৫ শে মার্চ~ ২০২৩ সকাল ১১ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস-২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি, বীর-মুক্তিযোদ্ধাদের কন্ঠে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তেরখাদা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাসাত ইউনিয়নের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের৷
উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন মোঃ ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম মফিজুল ইসলাম জুম্মান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এম কে শাহ মিরাজ কায়নাত, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার লিডাম পাল বালা।
পরে মুক্তিযোদ্ধা কবরস্থানে গিয়ে মরহুম বীর মুক্তি ক্যাপ্টেন ফহম উদ্দিন সহ মরহুম বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন তেরখাদা উপজেলার কাটেংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা রাকিবুল ইসলাম।