বঙ্গবন্ধুর “জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে আলোচনা ও পুরস্কার বিতরণ 

মে ২৮ ২০২৩, ২৩:৫৩

Spread the love

এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর চিরিরবন্দরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রুনাল্ট চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী(এমপি)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বজলুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, প্রানী সম্পদ কর্মকর্তা সরফরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ,খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক উন্নয়ন মুলক কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও