লক্ষ্মীপুরে বিএনপি ও আওয়ামী লীগের দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ,আহত ৫০

জুলাই ২১ ২০২৩, ০০:০৯

Spread the love

আনোয়ার হোসেন, বুরো প্রধান চট্টগ্রাম :লক্ষ্মীপুরে বিএনপি-আ.লীগের সংঘর্ষে যুবক নিহত, আহত ৫০।লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সজীব নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় সাংবাদিক-পুলিশসহ বিএনপির অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ সময় বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করার ঘটনাও ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিএনপি ও আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত পৃথক কর্মসূচি পালন করার উদ্দেশে দলীয় নেতা-কর্মীরা শহরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হতে শুরু করেন। বিকেল ৪টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ্যানি চৌধুরীর নেতৃত্বে শহরের গোডাউন রোড থেকে পদযাত্রা মিছিল নিয়ে বের হন মিছিলের মাঝামাঝি স্থান থেকে বিএনপির ৩০/৪০ জন নেতাকর্মী হঠাৎ করে কলেজ রোডের দিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আসা ১৫/২০ জনকে ধাওয়া করে। এরপর গুরুতর আহত অবস্থায় মদিন উল্যাহ হাউজিংয়ের একটি ভবনের দ্বিতীয় তলায় আশ্রয়ের জন্য দৌড়ে গিয়ে লুটিয়ে পড়েন এক যুবক। এর কিছুক্ষণ পর ওই যুবক মারা যায় বলে জানান বাড়ির মালিক। ওই যুবকের নাম সজিব। তার বাড়ি চন্দ্রগঞ্জ বলে প্রাথমিকভাবে জানা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও