রূপগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা

সেপ্টেম্বর ২৪ ২০২৩, ২৩:৩১

Spread the love

রূপগঞ্জ (নারাণয়গঞ্জ) প্রতিবেদকঃ রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও নারায়ণগঞ্জে ২৭শে সেপ্টেম্বর বিএনপির মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে কাঞ্চন পৌরসভা বিএনপি ও অংগসংগঠন।

কাঞ্চন পৌরসভা বিএনপির সদস্য সচিব সাবেক কমিশনার হামিদুল হক খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম বিপুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।
বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, এই সরকারের সময় শেষ, সরকার কে এবার সরে যেতেই হবে। নেতাকর্মীদের জেলে ভরে, মিথ্যা মামলা দিয়ে আর জোর করে ক্ষমতায় থাকা যাবেনা। জনগণের রোষানলে পড়ার আগেই সরে যান। আগামী ২৭তারিখ নারায়নগঞ্জে ১দফা দাবী সরকারের পতনের মহাসমাবেশে অংশগ্রহণ করে মহাসমাবেশ সফল করতে হবে। তারেক রহমান কে দেখিয়ে দিতে হবে নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের মাটি বিএনপির ঘাটি।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহবায়ক মাহবুব রহমান, কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক কমিশনার আমজাদ হোসেন ভূট্রু, তারাব পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাফেজ, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোঃ মাসুম, রুপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিম সরকার, মো সোহেল মিয়া, কাঞ্চন পৌরসভা বিএনপির সহসভাপতি কবির হোসেন প্রমূখ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও