আড়িয়াল খাঁ নদীতে দ্রুতগতির স্পিডবোটে নদী ভাঙনের শঙ্কা;শায়েস্তাবাদবাসীর বিক্ষোভ

সেপ্টেম্বর ২৩ ২০২৫, ০০:৫৭

Spread the love
বরিশাল : 
বরিশাল সদর উপজেলার আড়িয়াল খাঁ নদীতে  দ্রুতগতির স্পিডবোট চলাচলের কারণে ভয়াবহ নদী ভাঙ্গন দেখা দিয়েছে।সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের তিন নং ওয়ার্ডে আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী এলাকায় এই ভাঙ্গন দেখা দিয়েছে। প্রতিদিন তালতলী খেয়াঘাট থেকে মেহেন্দীগঞ্জ রুটের দ্রুতগতির স্পিডবোট চলাচল করে, যার ঢেউয়ে নদীর তীরবর্তী দুই শতাধিক পরিবার ঘরবাড়ি হারানোর শঙ্কায় প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছে।এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিলও করেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন নদীতে অতিরিক্ত গতিতে স্পিডবোট চলাচলের ফলে পানির প্রবল ঢেউ সৃষ্টি হয়। সেই ঢেউয়ে দুই পাড়ের মাটি সরে গিয়ে ভাঙন দেখা দিয়েছে। এরইমধ্যে একাধিক ঘরের আঙিনা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
নদীর পারে বসবাসরত সফিক মুন্সি বলেন দিনে স্পিডবোট ধীর গতিতে চালালেও রাত হলেই খুব দ্রুত গতিতে চালানো হয়। তখন প্রচণ্ড ঢেউ সৃষ্টি হয়ে দুই পাড় ভেঙে যায়। আমার বাড়িটাও নদীর পাড়ে, প্রতিদিন ঝুঁকির মধ্যে আছি। কোনো সময় পুরো ঘরবাড়ি নদীতে ভেঙে চলে যেতে পারে।
আরেক ভুক্তভোগী মনছুর রাড়ি বলেন,আমরা বারবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এভাবে চলতে থাকলে শতাধিক পরিবার খোলা আকাশের নিচে বাস করতে বাধ্য হবে।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার মোখলেছুর রহমান জানান এলাকার শতাধিক পরিবার এখন জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। যেকোনো মুহূর্তে তাদের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যেতে পারে। মূল কারণ হচ্ছে দ্রুতগতির স্পিডবোট চলাচল। জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর দাবি করেন , দ্রুত এই নদীতে স্পিডবোট চলাচলে নিয়ন্ত্রণ আনতে হবে। পাশাপাশি নদীর দুই পাড়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে। তা না হলে কয়েকশ পরিবার গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবে।
এ বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হাসান জানায়, কিছুদিন বন্ধ থাকার পরে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতেই আবার চালু করা হয়েছে, ভাঙন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড বাধ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। তবে এর আগে যদি ভাঙনের আশংকা দেখা দেয়,এই স্পিডবোট চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও