রূপগঞ্জে জামায়াতে ইসলামীর পূজা মন্ডপ পরিদর্শন

সেপ্টেম্বর ৩০ ২০২৫, ২৩:৪৯

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি : হিন্দু মুসলিম না, আমরা মানুষের কল্যাণে কাজ করি। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের মর্যাদা বিশ্ব দরবারে আরও উঁচু হবে,অন্যের কাছে হাত পাততে হবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১( রূপগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার মোল্লা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত রূপগঞ্জ জামায়াতে ইসলামী পশ্চিম শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মুড়াপাড়া কালী মন্দির,মুড়াপাড়া নগড় রাঁদা গোবিন্দ মন্দির,মুড়াপাড়া নগড় মনিপাড়া মন্দির,বানিয়াদী ঋষিপাড়া মন্দিরসহ বেশকিছু পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন,জামায়াত ইসলামী ন্যায় ও আদর্শের ভিত্তিতে হিন্দু মুসলিমসহ দেশকে পরিচালিত করতে চায়। দেশের সম্পদ ও জনশক্তিকে কাজে লাগিয়ে আমরা আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে পারব। রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জামায়াত ইসলাম মানুষের কল্যাণে কাজ করবে। একটি আত্মনির্ভরশীল দেশ গড়তে যা প্রয়োজন সবই করবে।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পশ্চিমের আমীর ফারুক আহমেদ,রূপগঞ্জ উপজেলা পশ্চিমের সেক্রেটারি হানিফ ভূঁঞা,কায়েতপাড়া ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন ভূঁইয়া,কায়েতপাড়া ইউনিয়নের সহসভাপতি ইসমাইল মিয়া,মুড়াপাড়া ইউনিয়নের সহসভাপতি শফিকুর রহমান বাচ্ছু,মুড়াপাড়া ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুল হান্নান,মোজাম্মেল সরকার,তারিকুল ইসলাম,রাসেল মিয়া সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ ও সাংবাদিকবৃন্দ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও