পূজা মন্ডপ পরিদর্শনে কাজী মনির বলেন ” উৎসব আয়োজনে আমরা সবাই মিলেমিশে থাকবো “

সেপ্টেম্বর ৩০ ২০২৫, ১৬:৫৬

Spread the love

নজরুল ইসলাম লিখন রূপগঞ্জ প্রতিনিধি ঃ উৎসব আয়োজনে সবাই থাকব আমরা মিলেমিশে। যারা হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করবে তারা বাংলাদেশেরে বন্ধু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। সোমবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের দেইলপাড়া, নয়ামাটি, নাওগা এলাকায় শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, যে দেশে হিন্দু মুসলমান শত শত বছর ধরে শান্তিতে বসবাস করে আসছে সেখানকার পূজা মন্ডপে ধর্মীয় সংঘাত হতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা নিজস্ব উদ্যোগে পূজা মন্ডপ গুলো পরিদর্শন ও সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি। আমাদের দেশে ধর্ম যারযার বাংলাদেশ সবার।

কাজী মনির বলেন, আপনাদের সকলের প্রতি আহবান থাকবে সকল ধর্মের মানুষ একে অপরের পাশে থাকবেন। এছাড়াও কাজী মনিরুজ্জামান মনির দাউদপুর, কায়েতপাড়াসহ ১০ টি পূজা মন্ডপ পরিদর্শন করে তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক নাসির উদ্দিন, জেলা সেচ্ছাসেবকদলের আহবায় মাহাবুবুর রহমান মাহবুব, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম ইমন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুলতান মাহমুদ, তারাব পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, তারাব পৌর বিএনপির সদস্য সচিব জাকির হোসেন রিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আজিম সরকার, ছানাউল্লাহ মান্নান সানী, আব্দুল মাতিন, জামান মিয়া, আওলাদ হোসেন, আওলাদ ভুইয়া, মোতাহার, মোক্তার, ফারুক ভুইয়াসহ আরো অনেকে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও