ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, ইউএনও বরাবর অভিযোগ

জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় চাড়োল ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করছেন।টিসিবি পূন্য বিতরণ করা হয় ২৪শে সেপ্টেম্বর। আবু হারাত নূরনবী চাড়োল ইউনিয়নের এক ব্যক্তি লিখিত অভিযোগ করেন ২৮শে সেপ্টেম্বর।
অভিযোগে উনি বলেছেন। আমি নিম্নস্বাক্ষরকারী অভিযোগ করিতেছি যে, আপনাদের টিসিবির ডিলার /পরিবেশক বিসমিল্লাহ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ জয়নুল আবেদীন, সে ২নং চাড়োল ইউনিয়নের কালিতলা গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি আওয়ামী যুবলীগের পরিচয়ে ক্ষমতার দাপটে ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। কিন্তু নিয়ম অনুযায়ী নিদিষ্ট স্থানে/ইউনিয়ন পরিষদে দেওয়ার কথা থাকলেও ক্ষমতার দাপটে নিজের বাড়িতে স্বৈরাচারী কায়দায় অনিয়ম করে টিসিবির পণ্য বিতরণ করেন। কিছু কার্ডধারীকে চাল না দিয়ে শুধু তেল, ডাল ও চিনি দিয়ে তারিয়ে দেয়। কার্ড থাকা সত্তেও দারাজ উদ্দীন নামে কার্ড নং (৯৪০৮১৭৯০০১৪০৩) এই ব্যক্তিকে টিসিবি পণ্য দেওয়া হয় নাই। চাল, ডাল ও চিনি দেওয়ার সময় ওজনে কম দেয়।
টিসিবি বিতরণের ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুল্লাহ হাবিব কে ফোন দিলে উনি বলেন নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের টিসিবি বিতরণ করা হয় কিন্তু ইউনিয়ন পরিষদে না দিয়ে উনার বাড়িতে বিতরণ করেছেন এই বিষয়ে আমি কিছু জানিনা
উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুল রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হাতে পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিয়নের টিসিবি ডিলার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নিশ্চিত করেন