রূপগঞ্জে শাকিল (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার : পরিবারের দাবি হত্যাকান্ড

সেপ্টেম্বর ২৯ ২০২৫, ১৯:০৯

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ,রূপগঞ্জে গলায় ফাঁস নেয়া অবস্থান শাকিল (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাকিল সাওঘাট এলাকার মোহাম্মাদ হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে ২৯ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় গোলাকান্দাইল উত্তরপাড়া রীনা আক্তার এর বাড়ির পশ্চিমে তৈয়াব আলীর বাড়ির একটি নারিকেল গাছে ঝুলন্ত থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার এটিকে হত্যা বলে দাবি করছেন।

বাড়ির মালিক তৈয়ব আলী জানায় সকাল ৯ টার দিকে এক টোকাই পলিথিন টোকাতে বাড়ির পিছনে গিয়ে গলায় ফাঁস গালানো অবস্থায় শাকিলের লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই নিরঞ্জন কুমার দাস ঘটনাস্থল এসে যুবকের লাশ উদ্ধার করে। এসময় শাকিলের গলায় ফাঁসের চিহ্ন ছাড়াও হাটুতে ও পায়ে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ( ইনচার্জ) মোখলেসুর রহমান জানান উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, বাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যার দাবি করা হলেও এ ব্যাপারে কোন মামলা করে নাই পরিবারের কেউ। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ###

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও