সেনাবাহিনীর অভিযানে রূপগঞ্জে ১২৪ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারী গ্রেফতার

অক্টোবর ০১ ২০২৫, ১৫:৫১

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জঃ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেনাবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাব্বিরের সহযোগী হিসেবে চিহ্নিত আকলিমা (৩৫), সাদ্দাম হোসেন (৩২) এবং হৃদয় (২৮) নামে তিনজনকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ১২৪ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সেনা অফিসার জানান, গোয়েন্দা সূত্রে যানা যায়, আটককৃতরা সাব্বিরের নির্দেশে মাদকদ্রব্য মুড়াপাড়া এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য ে মাদকদ্রব্য নিয়ে এসেছিল। আটকের পরে সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থার জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সেনাবাহিনীর এই সফল অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল সম্ভব হবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, সেনাবাহীনি মাদকসহ তিনজনকে আটক করে থানায সোপর্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও