দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জে বিএনপির উদ্যােগে লাখো মানুষের অংশগ্রহনে দোয়া মাহফিল
রূপগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী জনতার মা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার ভুলতা পাড়াগাঁও এলাকার ঈদগাহ মাঠে রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যােগে লাখো নেতাকর্মী ও সাধারন মানুষের অংশ গ্রহনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, আব্দুল আজিজ মাস্টার, মজিবুর রহমান, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, এড. গোলজার হোসেন, মামুন মিয়া, শিপলু জাহান, আওলাদ ভুইয়া, ফারুক প্রমুখ।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশগ্রহনকারীরা খালেদা জিয়া রোগমুক্তি কামনা করে কান্নায় আবেগ আপ্লুত হয়ে পড়ে।
মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, গনতন্ত্রের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি যেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশ গ্রহন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।













