বালিয়াডাঙ্গীতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

ডিসেম্বর ০৩ ২০২৫, ২২:৩০

Spread the love

জেলা প্রতিনিধি, নূরে আলম সাদ্দাম# ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।আজ বুধবার ( ৩ ডিসেম্বর ) বিকাল ৪ ঘটিকা বালিয়াডাঙ্গী উপজেলার সমিরুদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় এর মাঠে ফাইনালশিয়াল হেলথ বিভাগীয় ম্যানেজার রাণীশংকৈল উপজেলার ওলামা দলের আহবায়ক আনিসুর হকের সহযোগিতায় ফাইনাল শিয়াল হেল্থ কোম্পানির মাধ্যমে টিউবওয়েল বিতরণ করা হয়।

এ সময়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক বিএনপি’র সাধারণ সম্পাদক পাইলট স্কুলের প্রধান শিক্ষক ডক্টর টি এম মাহবুবুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ঠাকুরগাঁও ২ আসনের গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ফারুক ইসলাম আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার ওয়ালামা দলের সাধারণ সম্পাদক হাসান আলী বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম প্রেসক্লাবের সহ- সাংগঠনিক সম্পাদক নূরে আলম সাদ্দাম । পরে প্রধান অতিথি ৭০টি দুস্থ পরিবারের মাঝে পাইপ, ফিলটাসহ টিউবওয়েল বিতরণ করেন।উল্লেখ‍্য, এই টিউবওয়েল ও যাবতীয় মালামাল ফ্রি বিতরণের পাশাপাশি স্থাপনসহ নিরাপদ পানি উত্তলনের উপযোগী করে দেওয়া হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও