ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ৩ জন মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ
জেলা প্রতিনিধি, নুরে আলম সাদ্দাম# ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় ,রবিবার আনুমানিক ১১.০০ ঘটিকায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের ডাকা হরতাল কর্মসূচীর বিরুদ্ধে বিশেষ চেকপোস্ট ডিউটি চলমানকালীন লাহিড়ী ধানহাটি মোড়ে ৩ জন মাদক সেবীকে ৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে পুলিশ। আটক কারীদের পরিচয় হলো -১। উত্তম কুমার (১৯) পিতা সুভাষ চন্দ্র রায় গ্রাম- ভোটপাড়া ২) উত্তম কুমার (২০) পিতা সেবানন চন্দ্র সিংহ গ্রাম -ভোটপাড়া ৩) প্রদীপ চন্দ্র সিংহ (১৮) পিতা সহদেব চন্দ্র সিংহ গ্রাম ভোটপাড়া সবার থানা বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও ।
মাদক সেবনকারীকে পুলিশ আটক করে উদ্ধতন কতৃপক্ষ কে অবগত করে তাহাদের পরামর্শ ক্রমে সহকারী কমিশনার ভূমি ,জনাব আহসান উল হক আটককৃত প্রত্যেক যুবককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করেন ।
এই ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ দুরুল হুদা উনার কাছে জানতে চাইলে উনি জানান বালিয়াডাঙ্গী উপজেলায় মাদক ব্যবসায়ী থেকে শুরু করে মাদক সেবনকারী বিরুদ্ধে এরকম ভ্রাম্যমান অভিজান অব্যাহিত থাকবে













