ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ৩ জন মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ

ডিসেম্বর ০৩ ২০২৫, ২২:৪১

Spread the love

জেলা প্রতিনিধি, নুরে আলম সাদ্দাম# ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় ,রবিবার আনুমানিক ১১.০০ ঘটিকায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের ডাকা হরতাল কর্মসূচীর বিরুদ্ধে বিশেষ চেকপোস্ট ডিউটি চলমানকালীন লাহিড়ী ধানহাটি মোড়ে ৩ জন মাদক সেবীকে ৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে পুলিশ। আটক কারীদের পরিচয় হলো -১। উত্তম কুমার (১৯) পিতা সুভাষ চন্দ্র রায় গ্রাম- ভোটপাড়া ২) উত্তম কুমার (২০) পিতা সেবানন চন্দ্র সিংহ গ্রাম -ভোটপাড়া ৩) প্রদীপ চন্দ্র সিংহ (১৮) পিতা সহদেব চন্দ্র সিংহ গ্রাম ভোটপাড়া সবার থানা বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও ।

মাদক সেবনকারীকে পুলিশ আটক করে উদ্ধতন কতৃপক্ষ কে অবগত করে তাহাদের পরামর্শ ক্রমে সহকারী কমিশনার ভূমি ,জনাব আহসান উল হক আটককৃত প্রত্যেক যুবককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করেন ।

এই ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ দুরুল হুদা উনার কাছে জানতে চাইলে উনি জানান বালিয়াডাঙ্গী উপজেলায় মাদক ব্যবসায়ী থেকে শুরু করে মাদক সেবনকারী বিরুদ্ধে এরকম ভ্রাম্যমান অভিজান অব্যাহিত থাকবে

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও