ডোনাল্ড ট্রাম্পকে ‘ইডিয়ট’ ,ইমরান খানকে ‘ভিখারি’র পর এবার সোনিয়া গান্ধীকে ‘বার গার্ল ইন ইন্ডিয়া’ মশকরা গুগলের

ডিসেম্বর ২২ ২০১৮, ১১:৫১

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার সোনিয়া গান্ধীকে নিয়েও মশকরা শুরু করছে গুগল।

ইংরেজিতে ‘বার গার্ল ইন ইন্ডিয়া’ লিখে গুগলে সার্চ দিলেই ভেসে আসছে সোনিয়া গান্ধীর ছবি ও তার উইকিপিডিয়া পেজ। জানা যায়, ১৯৬০ সালের মধ্যবর্তী সময়ে কেমব্রিজের এক রেস্তোরাঁ/বারে ওয়েট্রেস হিসেবে কাজ করতেন সোনিয়া।

সেখানেই তার রাজীব গান্ধীর সঙ্গে দেখা হয়েছিল। ইন্টারনেটে সার্চ দিলেই এসব তথ্য এখন পেয়ে থাকেন। মনে করা হচ্ছে, গুগলের সার্চ অ্যালগোরিদম হয়তো, ইটালিয়ান, বার, গার্ল, ইন্ডিয়ার কম্বিনেশন থেকেই এমন ফলাফল আসছে।

বেশ কয়েক দিন আগে সার্চ ইঞ্জিন গুগলে ইংরেজিতে ‘ইডিয়ট’ লিখলেই ভেসে আসত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। এজন্য মার্কিন কংগ্রেসে প্রশ্নের মুখে পড়তে হয়েছে গুগলের সিইও সুন্দর পিচাইকে। দিতে হয়েছে এর ব্যাখ্যা।এর কয়েক দিন পরই একই অভিযোগ করে পাকিস্তানও। গুগলে উর্দুতে ‘ভিখারি’ লিখে সার্চ দিলে ভেসে আসছে প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও