গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা ল্যাব ও প্লাজমা সেন্টারের অনুমোদন না থাকায় বন্ধের নির্দেশ

সেপ্টেম্বর ০১ ২০২০, ০৭:২০

Spread the love
অনলাইন ডেস্কঃকরোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের আরটি-পিসিআর ল্যাব, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের অনুমোদন নেই জানিয়ে তা বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার অধিদফতরের পরিচালক ফোন দিয়ে তা বন্ধের নির্দেশ দেন বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ১টার দিকে পরিচালক (হাসপাতাল, স্বাস্থ্য অধিদফতর) ফোন করে গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালককে বলেন, আপনাদের অনুমোদন নেই এবং আরটিপিসিআর পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার বন্ধ করবেন।

কাজ চালু রাখলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। এবং আরপিটিসিআর ফর কোভিড ১৯ এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের জন্য আলাদা অনুমতি চেয়ে চিঠি দিতে হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও