সরকারি কেনাকাটায় রক্ষকই ভক্ষকঃজাহিদ হোসেন

সেপ্টেম্বর ০৪ ২০২০, ০৯:৩৮

Spread the love
আগমনী ডেস্কঃসরকারি কেনাকাটার দরপত্র প্রক্রিয়ায় নিয়মনীতির তোয়াক্কা না করেই পরিচিত ও প্রভাবশালীদের গোপনে তথ্য দেওয়া হয়। ফলে দক্ষ ঠিকাদারেরা কাজ পান না। কাজ পান প্রভাবশালীরা। সরকারি কেনাকাটা আইনে প্রাক্কলিত দাপ্তরিক দরপত্রের ওপর ১০ শতাংশ কমবেশি দরসীমা থাকায় এমন অনিয়মের সুযোগ বেশি।

আগে দরপত্রের বাক্স ছিনতাই হতো। এসব বন্ধ করতে ই-জিপি (ই–গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) ব্যবস্থা চালু করা হয়েছিল। ই-জিপিতে অনলাইনে দরপত্র দিতে পারেন ঠিকাদারেরা। কিন্তু ‘প্রাইস ক্যাপ’ থাকায় প্রভাবশালীরা বেশি কাজ পেয়ে যান। যাঁরা দাপ্তরিক দরের ১০ শতাংশ কম দর দেন, তাঁরা কাজ পাচ্ছেন না। এতে ই-জিপি ব্যবস্থা যে উদ্দেশ্যে করা হয়েছে, তা ব্যর্থ হয়ে যাচ্ছে।

ফলে প্রাইস ক্যাপের ১০ শতাংশের কম দর দেওয়ায় ওই সব দক্ষ ঠিকাদার বাদ পড়ে যান। যে কারণে দাপ্তরিক দরের কাছাকাছি থাকা প্রভাবশালী দরদাতার কাছ থেকেই বেশি দরে পণ্য বা সেবা কিনতে হয়। এসব কারণে প্রকল্পের খরচ বাড়ছে, কাঙ্ক্ষিত ফল মেলে না। এতে ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা বাড়ছে।

তথ্যসূত্রঃপ্রথম আলো

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও