কমদামের জন্য চট্টগ্রামে টিসিবির ট্রাকের পন্যের জন্য সাধারণ মানুষের ভিড়

এপ্রিল ০৩ ২০২১, ১৭:২০

Spread the love

মো: রনি আনোয়ার,চট্টগ্রাম জেলা প্রতিনিধি: কড়া রোদ,ভ্যাপসা গরম,ঘেমে একাকার। কারও মাথায় ছাতা।কেউবা আবার বাজারেরর থলে মাথায় ঠাঁই দাড়িয়ে আছেন সকাল সাতটা থেকে।নারী -পুরুষের আলাদা লাইন। প্রতি লাইনে শতাধিক মানুষ।নগরের জামালখানের সিনিয়র্স ক্লাবের সামনে ট্টেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্টাকের সামনের চিত্র এটি

।গত বুধবার (২৪ মার্চ) বেলা ১১ টার দিকে ট্রাক আসার পর শুরু হয় বেচাকেনা।টিসিবির ডিলার জানান, বন্দর টিলা গুদাম থেকে পন্যসামগ্রী নিয়ে আসতে আসতে ১১ টা বেজে গেছে। পন্য থাকা সাপেক্ষ বিকাল ৫ টা পর্যন্ত। বিক্রি চলবে। চাহিদা বেড়ে যাওয়ায় তার আগেই আগেই অনেক সময় ট্রাক খালি হয়ে যায়। টিসিবির ট্রাকে প্রতি কেজি চিনি ৫০ টাকা, সয়াবিন তেল ৯০ টাকা, মশুর ডাল ৫৫ টাকা ও তুরস্কের বড় পেয়াজ ২০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে তো অনেক দাম। তাই গরাবরা শুধু নন,নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষ ও বাধ্য হয়ে লাইনে দাড়াচ্ছেন।

টিসিবির চট্টগ্রাম অঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমেদ জানান,চাহিদা বেড়ে যাওয়ায় চট্টগ্রামো ২২ টি ট্রাকে ডিলারদের মাধ্যমে ভোগ্যপন্য বিক্রি করছে। টিসিবি প্রতি ট্রাকে ৩০০ কেজি পেঁয়াজ, ১ হাজার কেজি চিনা, ১ হাজার লিটার সয়াবিন তেল ও ৭৫০ কেজি মশুর ডাল দেওয়া হয়েছে
তিনি জানান,পেঁয়াজের চাহিদা বাড়লে প্রতি ট্রাকে ১০০ কেজি বাড়িয়ে দেওয়া হবে। আমাদের কাছে সব পন্য পন্যের পর্যান্ত মুজুদ আছে।রমজানের ছোলাও এসেছে টিসিবি গুদামে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও