রূপগঞ্জে ৪ হাজার কুকুরকে জলাতঙ্ক নিরোধক রেবিস ভেকসিন প্রদান কার্যক্রম

মে ২০ ২০২১, ১৮:০০

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ হাজার বেওয়ারিশ ও পালিত কুকুরকে জলাতঙ্ক নিরোধক রেবিস ভেকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর জাহান আরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া।

অন্যান্যদের মধ্যে রয়েছে ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল আহমেদ, এমডিআর মোক্তার উদ্দিন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার,কর্মকর্তা উত্তম সেন, আনোয়ার হোসেন প্রমূখ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও