চাকরির বয়স সীমা ২১ মাস ছাড় নয়,চাকুরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ করা হোক

আগস্ট ২২ ২০২১, ২৩:১২

Spread the love

মোঃ হাসানউল্লাহঃ করোনা মহামারীতে বিপযর্স্ত বিশ্ববাসী।ভেঙ্গে পড়েছে বিশ্ব অর্থনীতি যার প্রভাব সবচেয়ে বেশি উন্নয়নশীল দেশ গুলোতে বিশেয করে দেশের বিদেশের শ্রম বাজারে।নতুন কোন কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় মরাত্মক ক্ষতির সম্মুখীন দেশের শিক্ষিত বেকার সমাজ।করোনা কালীন কোন নিয়োগ না হলেও প্রত্যেক চাকরি প্রার্থীর জীবন থেকে হারিয়ে গেছে দুটি বছর।বয়স সীমা পার হয়ে গেছে লক্ষ লক্ষ চাকরি প্রত্যাশী বেকার যুবকের।করোনা মোকাবেলার পর সবকিছু স্বাভাবিক হতে আরো অনেক সময় লাগবে।দেশের অর্থনীতি গতিশীল হলেই সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।

আশাহত যুবক আজ রাজপথে,তাদের একটাই দাবি চাকরি নয়,মেধা যাচাইয়ের সুযোগ চাই।মেধাকে কেন বয়সের ফ্রেমে আটকে রাখা হবে?পৃথিবীর অন্য দেশের তুলনায় আমাদের দেশে চাকরি বয়স সীমা কেন কম? কেন পূর্বের তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে?বেসরকারি খাতে কি পূর্বের তারিখে নিয়োগ দিবে? আমাদের মেধা শক্তিকে অঙ্কুরে বিনষ্ট করবেন না।আমরা বাচঁলে বাচঁবে দেশ।আমরা বাঁচলে একটি পরিবারের মুখে ফুটবে বিজয়ের হাসি।বাবা-মায়ের কষ্ট সার্থক হবে।আমাদের জীবনকে কলঙ্কিত করবেন না।অভিশপ্ত জীবন নিয়ে আমরা বাঁচতে চাই না।সুন্দর এই পৃথিবীতে আরো কিছুদিন বাঁচার সু্যোগ করে দিন।
দেশে কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতে অবদান কোন অংশে কম নয়।মাননীয় জনপ্রশাসন মন্ত্রী মহোদয় অপনি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পূর্বের তারিখে দিবেন কিন্তু বেসরকারি খাতে কি এটি কার্যকর হবে?বেসরকারি খাতে আরো দুই তিন বছর স্বাভাবিক নিয়োগ হবে না মনে করেন সংশ্লিষ্টজনরা।এক্ষত্রে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পূর্বের তারিখে দিয়ে বর্ধিত বেকার সংখ্যার কতজনের কর্মসংস্থান হবে?আপনার কাছে আকুল আবেদন সামগ্রিক ভাবে চাকরির প্রবেশের বয়স ৩৫ করার ঘোষনা দিলে এ শিক্ষিত বেকার সমাজের মাঝে চির অমলিন হয়ে থাকবেন।
শুধু সরকারি নিয়োগে নয়, সামগ্রিকভাবে চাকরির বয়স সীমা বৃদ্ধি করলে করোনা কালীন বর্ধিত বেকারের কর্মসংস্থান হবে মনে করেন বিশেষজ্ঞরা।

মাননীয় প্রধান মন্ত্রী আপনি তারুণ্যের পূজারি,আপনার প্রতিটি বক্তব্যে দেশের তরুণ সমাজকে উৎসাহিত করেছেন,প্রেরণা দিয়েছেন ,সাহস দিয়েছেন,মায়ের মত আগলে রেখেছেন।আজ এই কঠিন সংকটে আপনার কাছে চাকুরির প্রবেশের বয়স সীমা ৩৫ করার আকুল আবেদন জানাচ্ছি।আমাদেরকে নিরাশ করবেন না।আমাদেরকে সু্যোগ দেন আমরাই জয় করবো এই বিশ্ব,গড়ে তুলবো জাতির পিতার সোনার বাংলাদেশ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও