বাগেরহাটে সেতু ভেঙে নছিমন খালে পড়ে যুবক নিহত

সেপ্টেম্বর ৩০ ২০১৮, ২৩:১৯

Spread the love

শীর্ষনিউজ, বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলায় সেতু ভেঙে নছিমন খালে পড়ে নিরিপেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই জন।

রোববার বিকেলে উপজেলার দেপাড়া-সাজোখালী এই দুর্ঘটনা ঘটে।

নিরিপেনের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া গ্রামে। আহত বাপ্পি ও শহিদুল কচুয়া উপজেলার ছিটাবাড়ি গ্রামের আ. রহিম শেখের ছেলে।

স্থানীয়রা জানান, নিরিপেন নারকেলের ব্যবসা করতেন। সদর উপজেলার বেশরগাতি থেকে নারকেল ক্রয় করে নছিমনে করে কচুয়া নিয়ে যাচ্ছিলেন। পথে দেপাড়া-সাজোখালী সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেতুটির এক-তৃতীয়াংশ ভেঙে যায়। এতে নিরিপেন খালের মধ্যে পরে যান। পরে এলাকাবাসী তল্লাশি চালিয়ে খাল থেকে নিরিপেনের লাশ উদ্ধার করে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, জরাজীর্ণ দুর্বল সেতুটিতে নারকেলবোঝাই নছিমন নিয়ে ওঠলে সেতুটির একটি অংশ ভেঙে খালে পরে যায়। এতে নিরিপেন নামে একজন মারা যান এবং দু’জন আহত হন। আহতরা স্থানীয় চিকিৎসা শেষে বাড়িতে চলে গেছেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও