সুনামগঞ্জের মধ্যনগরে পাগলিটা মা হলেন তবে বাবা হয়নি কেউ!

নভেম্বর ১৯ ২০২২, ১১:৩৫

Spread the love

আনোয়ার হোসেন, বুরো প্রধান চট্টগ্রাম :পাগলিটা মা হলেন তবে বাবা হয়নি কেউ। পাগলি বলে যায়নি ছেড়ে প্রসব ব্যথার ঢেউ। জনপ্রিয় একটি কবিতার কয়েকটি লাইনের বাস্তবায়ন হয়েছে সুনামগঞ্জের মধ্যনগরে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ছেলে সন্তানের মা হলেন মানসিক ভারসাম্যহীন এক নারী।

দীর্ঘদিন ধরে মধ্যনগর বাজারে থাকা মানসিক ভারসাম্যহীন ওই নারী বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রসব বেদনা উঠলে শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে সেখানেই ছেলে সন্তানের প্রসব হয়। তখন বাজারের পাহারাদার মধ্যনগর থানা পুলিশকে খবর দেয়।

পরে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনাস্থলে ছুটে আসেন এবং মানসিক ভারসাম্যহীন নারী ও সন্তানকে উদ্ধার করে মধ্যনগর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, মা ও সন্তান মধ্যনগর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি আছে। বর্তমানে তারা সুস্থ আছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও