দিনাজপুর শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ ৫
এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি,দিনাজপুরঃ দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাসের হার। সেইসঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৬ দশমিক ৮৭, যা ৬ বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪১০, যা গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন।
শুক্রবার(২৮ জুলাই )বেলা ১১টায় শিক্ষা বোর্ড হলরুমে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক হারুন অর রশিদ মণ্ডল ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউর রহমান চৌধুরী।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানাযায়, এবার বিভাগে ২ হাজার ৭০৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯৯ হাজার ৪৯১ পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন, যা শতাংশ হিসেবে ৭৬ দশমিক ৮৭। অন্যদিকে ২০২২ সালে পাসের হার ছিল ৮১ দশমিক ১৬, ২০২১ সালে ৯৪ দশমিক ৮০, ২০২০ সালে ৮২ দশমিক ৭৩, ২০১৯ সালে ৮৪ দশমিক ১০, ২০১৮ সালে ৭৭ দশমিক ৬২ ও ২০১৭ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৮। এবার জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন। ২০২২ সালে এ সংখ্যা ছিল ২৫ হাজার ৫৮৬ এবং ২০২১ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ হাজার ৫৭৮।
ফলাফল বিশ্লেষণে এবার মানবিক বিভাগে ১ লাখ ৭ হাজার ১০৮ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৯ হাজার ৪১১ জন। পাসের হার ৬৪ দশমিক ৮০। বিজ্ঞান বিভাগে ৮৯ হাজার ৮৪৮ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮২ হাজার ৩১। পাসের হার ৯১ দশমিক ৩০। ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৫৩৫ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৯০৭ জন। পাসের হার ৭৫ দশমিক ২৩। এ ছাড়া বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ১৭৮, মানবিকে ১৯৬ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬।
জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা
পাস করা পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৭৮ হাজার ৯৬৯। পাসের হার ৮০ দশমিক ২২। আর ছাত্র পাসের সংখ্যা ৭৪ হাজার ৩৮০। পাসের হার ৭৩ দশমিক ৬১। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৮৮২ এবং ছাত্রসংখ্যা ৮হাজার ৫২৮। তিন বছর ধরে এই বোর্ডে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে থাকছে মেয়েরা।
শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় ১ লাখ ৯৯ হাজার ৪৯১ পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৮১ দশমিক ২২ শতাংশ পরীক্ষার্থী পাস করায় প্রথম স্থানে আছে গাইবান্ধা জেলা। ৮১ দশমিক শূন্য ৫ শতাংশ শিক্ষার্থী পাস করায় দ্বিতীয় স্থানে আছে রংপুর জেলা। এ ছাড়া দিনাজপুর জেলায় পাসের হার ৭৮ দশমিক ৭১, ঠাকুরগাঁওয়ে ৭৪ দশমিক ৯৬, পঞ্চগড়ে ৭৪ দশমিক ৯৫, কুড়িগ্রামে ৭৩ দশমিক ৪৯, লালমনিরহাটে ৭১ দশমিক ৮৭ এবং নীলফামারী জেলায় পাসের হার ৭১ দশমিক ৫৬।
অন্যদিকে ৪ হাজার ২৫৬ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে প্রথম স্থানে রয়েছে দিনাজপুর জেলা। ৪ হাজার ৮০ জন জিপিএ-৫ পাওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর জেলা। গাইবান্ধা জেলায় জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৫৩১ জন, ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৭৯৭, নীলফামারীতে ১ হাজার ৬৭৪, কুড়িগ্রামে ১ হাজার ৫৭৭, পঞ্চগড়ে ৭৯৮ ও লালমনিরহাটে ৬৯৭ জন।