বালিয়াডাঙ্গীতে প্রশাসনের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

ডিসেম্বর ১৯ ২০২৫, ২০:৫৮

Spread the love

জেলা প্রতিনিধি: নুরে আলম সাদ্দামঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের ২ হাজার ৩১০ জন শিক্ষার্থীর মধ্য থেকে মেধা তালিকায় স্থান পাওয়া শীর্ষ ৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য ৬ জন শ্রেষ্ঠ বিষয়ভিত্তিক শিক্ষক এবং ৫টি শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা প্রদান করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ আহসান উল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম ফেরদৌস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার অতুল চন্দ্র সরকার ও শিক্ষার্থী মুনতাসির ফুয়াদ মুগ্ধ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, শিক্ষা ছাড়া জাতির উন্নয়নের কোনো বিকল্প নেই। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানই শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলে। তিনি প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। এবং তিনি প্রাথমিক শিক্ষকদের লাইট হাউস বলে উপাদি দেন

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও