বালিয়াডাঙ্গীতে বিষ প্রযোগ করে ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ
নূরে আলম সাদ্দাম, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী আমজানখোর ইউনিয়নের কালিবাড়ি গ্রামে জমিজমা নিয়ে দ্বন্দের জের ধরে ইউসুফ আলী ওরফে শুকমানি নামে এক কৃষকের ৬ বিঘা জমির ভুট্টা ক্ষেতে হরোমন (বনমারা বিষ) প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এরা হলেন আপসার আলী
পিতা মৃত খান মোহাম্মদ
দায়দ সাত্তার
পিতা মৃত আনেস আলী
বাবু জামাল
পিতা আপসার আলী
দবির সাজাহান
পিতা মৃত কয়েস আলী
তাজিমুল
পিতা অঙ্গাত
সবার সাং দক্ষিণ পাড়িয়া
এনামুল একরামুল
পিতা মৃত নুর মোহাম্মদ
আমজানখোর কালিবাড়ী।
এদের ব্যাপারে ভুক্তভোগী ইউসুব আলী ওরফে শুকমানির কাছে জানতে চাইলে উনি বলেন এদের সাথে দীর্ঘদিন ধরে আমাদের ঝগড়া -মামলা লেগেই আছে। আমাদের অনেক ক্ষতি করে এবং মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। আমরা অনেক টেনশনে এবং দুশ্চিন্তায় আছি এবং আমরা গরিব মানুষ।
এভাবে যদি আমাদের ক্ষতি করতে থাকে তাহলে আমরা খাব কি? আমাদের কৃষি ক্ষেত ছাড়া তো উপায় নাই। এর আগে অনেকবার এরকম ঘটনা ঘটিয়েছিল। আমরা থানায় অভিযোগ দিয়েছিলাম কিন্তু কোন সুরাহা পাইনি। এরা আবার রবিবার দিবাগত রাতে (২১ডিসেম্বর ) দিবাগত রাতে এ ঘটনা ঘটায়। এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন ইউসুফ আলী ওরফে শুকমানি এরা ৪ ভাই প্রতিপক্ষের কাছ থেকে বিচার সালিশে জমি দখল পাই। এরপর থেকে ওদেরকে থানা ও আদালতে মামলা দায়ের করে হয়রানি করে আসছে। প্রতিপক্ষদের বাড়ি পাড়িয়া ইউনিয়নে।এরা ইউসুফ আলীর জমিতে বিষ প্রয়োগ করে। এতে গ্রামবাসীরা বলেন ভুট্টার গাছ ডালপালা ঝলসে নষ্ট হয়ে যায় এবং প্রায় ৭৫ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল হোসেনের কাছে জানতে চাইলে উনি জানান আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত পূবর্ক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।













