রূপগঞ্জের সংসদীয় আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ,বাতিল ২

জানুয়ারি ০৩ ২০২৬, ২১:৫৮

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জের সংসদীয় আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রায়হান কবির। বাতিল হয়েছে ২ জনের মনোনয়নপত্র।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রস্তাবকারী-সমর্থনকারীর উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা ছাড়াও আটজন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা পুলিশ, আয়কর বিভাগসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসনটিতে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে- বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা, ইসলামী আন্দোলনের মো. ইমদাদুল্লাহ, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের আ. কাইয়ুম শিকদার ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. রেহান আফজালের।

হলফনামায় স্বাক্ষর না করায় বাতিল করা হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী মো. মনিরুজ্জামান চন্দনের।
এছাড়া, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দুলালেরও মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও