চিরিরবন্দরে এসআরএস ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার পেলেন ৩০০ শীর্তাত মানুষ
এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুরের চিরিরবন্দরে হতদরিদ্র, অসহায় ও শীর্তাতদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(৬ জানুয়ারি) সকালে সানলাইট স্কুল এন্ড কলেজ চত্বরে সানলাইট রিসার্চ ফর সোস্যাল ওয়েলফেয়ার (এসআরএস) ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ হতদরিদ্র, অসহায় ও শীর্তাতদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
সানলাইট রিসার্চ ফর সোস্যাল ওয়েলফেয়ার (এসআরএস) ফাউন্ডেশন ও সানলাইট স্কুল এন্ড কলেজের সভাপতি মো. হুমায়ুন কবীর মান্নান শাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, সানলাইট স্কুল এন্ড কলেজের দাতা সদস্য ডা. শাহ্ মোঃ জহুরুল হক, দাতা সদস্য ওএসএম মোখলেছুর রহমান, দাতা সদস্য প্রফেসর মো. আমিনুল হক শাহ এবং স্বাগত বক্তব্য রাখেন এসআরএস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবিএম সামসুল বারী।
শেষে সানলাইট রিসার্চ ফর সোস্যাল ওয়েলফেয়ার (এসআরএস) ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ হতদরিদ্র, অসহায় ও শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।













