বালিয়াডাঙ্গীতে খাস জমি উদ্ধার ও ব্যবস্থা গ্রহণের জন্য এসিল্যান্ড এর কাছে লিখিত অভিযোগ
উপজেলা প্রতিনিধি, বালিয়াডাঙ্গীঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খাস খতিয়ান ভুক্ত জমি ভূমি দস্যু ও জবর দখল কারীদের নিকট থেকে জমি উদ্ধার ও ব্যবস্থা গ্রহণ করার জন্য ভূমিহীনদের মাঝে বরাদ্দের জন্য বালিয়াডাঙ্গী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)এর কাছে বাবুল ইসলাম নামে এক ব্যক্তির লিখিত অভিযোগের তথ্য পাওয়া গেছে ।
লিখিত অভিযোগটি সহকারী কমিশনার ভূমি মহোদয়ের কাছে জমা হয়০৭/ ০১ /২০২৬ তারিখে অভিযোগে দেখা যায় দোগাছি মৌজা খতিয়ান সিএস ১০১৩ দাগ নাম্বার ৩৩৪৪ যার মাটির পরিমাণ ১একর ২৩ বিভিন্নজন প্রভাবশালী ব্যক্তি এই জমি ভকদখল করে আসছেন।অভিযোগকারী বাবুল ইসলামের কাছে জানতে চাইলে উনি বলেন আমরা ভূমিহীন আমরা দোগাছি গ্রামে প্রায় ২০ থেকে ৪০ জন ভূমিহীন মানুষ রয়েছি যার আমাদের জমি নেই। সরকারি জমি দখল কারি আলতাফ নামে এক ব্যক্তির কাছে জানতে চাইলে উনি বলেন এই জমি দলিল করা আমি বলতে গেলে এই জমি তো খাস তখন আমাকে খারাপ ভাষায় গালাগালি এবং মেরে পুঁতে ফেলবে হুমকি দেয় ।
তাই আমি মারামারি আশঙ্কা দেখে এসিল্যান্ড মহদয়ের কাছে সবার হয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করি ব্যবস্থা এবং খাস জমি উদ্ধার করার জন্য। আরো বাবুল ইসলাম বলেছেন আশা করি আমার লিখিত অভিযোগের ভিত্তিতে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের জন্য বন্দোবস্ত ব্যবস্থা গ্রহণের করবেন।
বালিয়াডাঙ্গী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উনার কাছে লিখিত অভিযোগের আবেদনের কথা জানতে চাইলে উনি বলেন অভিযোগ পেয়েছি অতি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা হবে।













