চিরিরবন্দরে দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জানুয়ারি ১৪ ২০২৬, ১৮:৫১

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুরের চিরিরবন্দরে দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধের দাবি ও ট্রাক্টর চালকের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের ঘোষনার পর অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় উপজেলার আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা দিনাজপুর হতে পার্বতীপুর আঞ্চলিক সড়কের ঘুঘুরাতলী মোড়ে রাস্তা অবরোধ করে। এসময় আশেপাশের শিক্ষার্থীরাও অবরোধে অংশ নেয়। অবরোধের ফলে রাস্তার দুপাশে কয়েকশত যানবাহন আটকা পড়ে। এতে করে যাত্রীরা চরম বিড়ম্বনার শিকার হয়ে দুর্ভোগে পড়েন।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও থানার অফিসার ইনচার্জ মাহামুদুন নবীসহ থানা পুলিশ অবরোধ স্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধের ঘোষনা দেন। এতে শিক্ষার্থীরা আশ্বস্ত হয়ে অবরোধ প্রত্যাহার করে।

উল্লেখ্য গত ১২ জানুয়ারী সোমবার বিকেল সাড়ে ৩ টায় ট্রাক্টরের ধাক্কায় আমেনা বাকি স্কুলের এসএসসি পরিক্ষার্থী স্কুল ছাত্র খালিদ মোহাম্মদ নিহত হন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও