‘এরিকের সম্পত্তির ওপর চাচা জিএম কাদেরের লোভ রয়েছে’- বিদিশা

নভেম্বর ২৪ ২০১৯, ১২:১৩

Spread the love
আগমনী ডেস্কঃ রাজধানীর বারিধারায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় শুক্রবার সন্ধ্যায় বাসভবনে সংবাদ সম্মেলনে করে বাসভবনে মা বিদিশার অবস্থানের পক্ষে কথা বলেন এরিক এরশাদ।এরশাদ পুত্র এরিক বলেন, ‘মা কে তো আমি ডেকে এনেছি। মা নিজের ইচ্ছায় আসেনি। জি এম কাদের সাহেব যে বলেছেন মা আমার ওপর বল প্রয়োগ করেছেন সেটা একদমই ভিত্তিহীন কথা।’

এ সময় বিদিশা সাংবাদিকদের বলেন এরিকের ট্রাস্টের সম্পত্তির ওপর চাচা জিএম কাদেরের লোভ রয়েছে।তিনি আরও বলেন, ‘আমি এরিককে চাই সেটা বড় কথা না। তারা এরিককে চায়। এরিক মানেই হচ্ছে এরিকের ট্রাস্ট। তারা এরিককে দিয়ে প্রতি মাসে মাসে সাইন করিয়ে রাখতো।’বিষয়টি নিয়ে শনিবার বিকেলে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এরশাদের সম্পত্তির ট্রাস্টিবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত খালিদ আখতার। বিদিশার বিরুদ্ধে ট্রাস্টের সম্পত্তিতে অন্যায়ভাবে প্রবেশের অভিযোগ করেন খালিদ।ট্রাস্টিবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত খালিদ আখতার বলেন, ‘ট্রাস্টির সম্পত্তিতে বিদিশার প্রবেশ করার আইনগত কোনো অধিকার নেই।’

এরিকের ওপর বিদিশা চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ তুলে তিনি আরো বলেন, এরশাদের সাবেক স্ত্রী বিদিশার অবস্থানে এরিকের জানমালের নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।এর আগে ট্রাস্টিবোর্ডের পক্ষ থেকে গুলশান থানায় একটি জিডি করেন খালিদ আখতার।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও