রিজভীর অবস্থা স্থিতিশীল হওয়ায় সিসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে

অক্টোবর ১৯ ২০২০, ২২:২৭

Spread the love

আগমনী ডেস্কঃ রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তার একান্ত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, স্যারকে সোমবার সকাল ১০টায় কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে তার শারীরিক দুবর্লতা এখনো কাটেনি।

গত ১৫ অক্টোবর এনজিওগ্রাম করার পর রিজভীর হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়ে, যা ইতোমধ্যে অপসারণ করেছেন চিকিৎসকরা। ২৮ দিন পর আবার তার ফলোআপ করার কথা।

গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক মানববন্ধন কর্মসূচি শেষে গাড়িতে ওঠার পর বুকে ব্যথা অনুভব করেন রিজভী। কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, রিজভীর হার্ট অ্যাটাক হয়েছে। পরে সেখান থেকে তাকে ল্যাবএইড হাসপাতালে আনা হয়।

তিনি সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সোহরাব উজ্জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন। রুহল কবির রিজভীর সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও