বরিশালে প্রথম বেসরকারি ‘সাউথ অ্যাপোলো’ মেডিকেল কলেজের অনুমোদন 

ডিসেম্বর ০৮ ২০২০, ২২:০৪

Spread the love
আগমনী ডেস্কঃ বরিশাল বিভাগের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ। সোমবার মন্ত্রণালয়ের উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আগামী শিক্ষাবর্ষ থেকে সেখানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

প্রতিষ্ঠানটির পরিচালক ইকবাল হোসেন তাপস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল নগরীর কালিজিরা এলাকায় হাসপাতাল এবং মেডিকেল কলেজের জন্য নির্ধারিত ১২ একর জায়গায় ইতোমধ্যে  আড়াইশো শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের কার্যক্রম চলছে।

ছয় তলা বিশিষ্ট দুটি ভবনে চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম চলবে। এছাড়া সেখানে আলাদাভাবে পুকুর, খেলার মাঠ, প্রার্থনার স্থান, আবাসিক হোস্টেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এটিই হবে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এমনটিই জানিয়েছেন এই পরিচালক।

 

 
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও