তাদের বক্তব্যে বর্তমান সরকারের দুর্নীতির চিত্র প্রকাশিত হয়েছেঃমির্জা ফখরুল

জানুয়ারি ১০ ২০২১, ২২:০৮

Spread the love

আগমনী ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান মেয়র বলছেন সাবেক মেয়র দুর্নীতি করেছে, সাবেক মেয়র বলছে বর্তমান মেয়র দুর্নীতি করেছে। এর মাধ্যমে বর্তমান সরকারের দুর্নীতির যে চিত্র তাই প্রকাশিত হয়েছে।’

রোববার (১০ জানুয়ারি) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করে।

মির্জা ফখরুল বলেন, ‘একজন বর্তমান মেয়র, আরেকজন সাবেক মেয়র। বর্তমান মেয়র বলছেন সাবেক মেয়র দুর্নীতি করেছে, সাবেক মেয়র বলছে বর্তমান মেয়র দুর্নীতি করেছে। এর মাধ্যমে বর্তমান সরকারের দুর্নীতির যে চিত্র তাই প্রকাশিত হয়েছে।’

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী বুধবার সারা দেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ-মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এই মামলা ও অভিযোগ গঠন বিএনপিকে নেতৃত্বশূন্য করার চেষ্টা বলে জানান মির্জা ফখরুল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় মির্জা ফখরুল ছাড়াও উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও