চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ

চট্রগ্রাম প্রতিনিধিঃ প্রিজম বাংলাদেশ এর সহযোগিতা এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে গত ২১ শে মার্চ থেকে চিটাগাং উইম্যান চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর কম্পিউটারে ল্যাবে শুরু হওয়া ৫ দিনব্যাপী বেসিক কম্পিউটার স্কিলস্ বিষয়ক প্রশিক্ষণ কোর্স গত ২৫ শে মার্চ বিকেল ৪ টা সমাপ্ত হয়।
সমাপনী অনুষ্টানে উপস্হিত ছিলেন, Chittagong Women chamber of commerce & Industry (CWCCI) এর পরিচালক রেবেকা নাসরিন, এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টারের চেয়ারপার্সন ও CWCCI এর পরিচালক লুৎমিলা ফরিদ এবং প্রশিক্ষণ আকাশ ঘোষ। সমাপনী অনুষ্টানের অতিথি বলেন, বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর বিকল্প নাই এবং এর গুরুত্ব অপরিসীম। যারা এই ৫ দিন প্রশিক্ষকের নিকট থেকে সব খুঁটি -নাটি বিষয়ে জেনে নিতে পেরেছেন তাদের জন্য এই প্রশিক্ষণটা খুবই ফলপ্রসু হবে। ৫ দিনব্যাপী বেসিক কম্পিউটারে স্কিলস্ প্রশিক্ষণ শেষে ২০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরনের মাঝে সমাপ্তি ঘোষণা করেন সমাপনী অনুষ্টানের সভাপতি রেবেকা নাসরিন।