দেশে যে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার থেকে যেন মুক্ত হতে পারিঃ মির্জা ফখরুল

মে ১৪ ২০২১, ১৭:৩৬

Spread the love
আগমনী ডেস্কঃ ঈদুল ফিতর উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো  পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,” দেশে যে ফ্যাসিস্ট সরকার, কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার থেকে যেন আমরা মুক্ত হতে পারি, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করতে পারি”।

‘ঈদ বলতে আমরা সব সময় যেটা বুঝি, সেই ঈদ গত এক যুগ ধরে আমাদের ঈদ নেই। কারণ, মিথ্যা মামলা দেওয়া এবং নেতাকর্মীদের গুম করা হয়েছে। এমন একটা অবস্থা, যেন এই দেশে শুধু আমাদের নেতাকর্মীরাই আসামি।’

শুক্রবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা সবাই জানেন- আজকে ঈদুল ফিতর পালিত হচ্ছে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে। একদিকে করোনার ভয়াবহ আক্রমণ, অন্যদিকে ফ্যাসিবাদী সরকারের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। এই দুই দানবের হাত থেকে এই দেশ যেন রক্ষা পায় আজ সেই দোয়া আমরা করেছি।’

তিনি বলেন, ‘পবিত্র ঈদের দিনে আপনাদের মাধ্যমে আমাদের দলের নেতাকর্মীদের ঈদ মোবারক জানাচ্ছি, দেশবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে এসেছিলাম তার প্রতি শ্রদ্ধা জানাতে। তার কবর জিয়ারত করতে। এই পবিত্র দিনে এইখানে দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে এই দোয়া করেছি যেন অতি দ্রুত আমাদের নেত্রী, গণতন্ত্রের আপসহীন নেতা, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুন।’

তিনি বলেন, ‘দেশনেত্রী যখন আমাদের সঙ্গে থাকেন, তখন তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেন। গত তিন বছর তিনি আমাদের সঙ্গে নেই। এবারও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি, তিনি যেন সুস্থ হয়ে দেশের জনগণের মাঝে ফিরে আসেন।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘ধীরে ধীরে হলেও তিনি ইম্প্রুভ করছেন। তবুও চিকিৎসকেরা বলছেন, এখনো তারা অবস্থা ক্রিটিকাল। তবে অনেকগুলো বিষয়ে তার (খালেদা জিয়া) উন্নতি হয়েছে এবং তারা (চিকিৎসক) আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।’

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও