সিংগাইরে ইটভাটার ধোঁয়ায় জমির ধান পুঁড়ে যাওয়ায় কৃষকদের প্রতিবাদ সভা

মে ২৯ ২০২১, ১০:৩১

Spread the love

মোঃ আমজাদ হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধিঃ ইটভাটার ধুঁয়ায় রিফাইতপুর ও চালিতাপাড়ার বেশিরভাগ কৃষকের ফসলি জমির ধান পুড়ে গেছে। এ নিয়ে শুক্রবার (২৮ মে) দুপুরে এলাকার আপামর জনসাধারণ প্রতিবাদ সভা করেছেন।কৃষকদের এখন পথে বসার উপক্রম।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চান্দহর ইউনিয়নে ব্যঙ্গের ছাতার মত একের পর এক ইট ভাটা গড়ে উঠেছে। ইট ভাটার দিক দিয়ে এ ইউনিয়ন ২য় অবস্থানে। প্রায় ৩১টি ইটভাটা রয়েছে এ ইউনিয়নে। এ নিয়ে বিভিন্ন সময় কৃষক সাধারণ প্রতিবাদ মুখর হলেও কোন ফল হয়নি। প্রভাবশালীরা সব বাঁধা অতিক্রম করে গড়ে তুলেছে একের পর এক ইটভাটা।কৃষি জমিতো কমে গেছেই, তার উপর এবার আবার ধান পুড়ে যাবার ঘটনা ঘটল।

উপায়ন্তর না পেয়ে অবশেষে কৃষক সমাজ স্কুলের মাঠে প্রতিবাদ সমাবেশের ডাক দিলো। স্থানীয় কৃষক সমাজ সংবাদ মাধ্যমকে জানান, বিচার না পেলে আমরা আমাদের প্রতিবাদ-সমাবেশ অব্যাহত রাখব।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও