নেত্রকোনার মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লক্সে রোগীকে অবহেলার অভিযোগ নার্সের বিরুদ্ধে

মে ২৯ ২০২১, ১০:৪২

Spread the love

মোঃ রাজু আহমেদঃ জ্বর নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি হন খুকি চৌধুরী নামে এক তরুণী। চিকিৎসা চলাকালীন সময়ে দায়িত্বরত সখ নামে সিনিয়র স্টাফ নার্সের (পুরুষ) অবহেলার শিকার হয়েছেন বলে জানান ওই তরুণী।

পরে বিষয়টি তার আত্মীয়দের জানান তিনি। আত্মীয়রা এসে বিষয়টি জানতে চাইলে প্রথমে তাদের সাথেও দুর্ব্যবহার করেন ওই নার্স। বাকবিতণ্ডার এক পর্যায়ে ঊর্ধ্বতনরা আসার পর নিয়ন্ত্রণে আসে সখ।

খুকি চৌধুরী জানায়, জ্বর নিয়ে বৃহস্পতিবার (২৭ মে) বিকালে সহিলদেও গ্রাম থেকে এসে স্বাস্থ্য কমপ্লেক্সে ভথি হয়েছি। রাত ১০টার দিকে এক পর্যায়ে জ্বর বেড়ে যায়। দায়িত্বে থাকা নার্স সখকে বললে এসব তেমন কিছু না বলে চলে যান। পরে অবস্থা খারাপ হতে থাকলে আমার মা ওই নার্সের রুমে গিয়ে বিষয়টি জানিয়ে আসেন। তাতেও কোন সাড়া পাওয়া যায়নি। শেষে শহরে থাকা আমার এক আত্মীয়কে ফোন করে ঘটনাটি জানানোর হলে তিনি ওই নার্সের সাথে কথা বলতে চান। ফোনটি নার্সের কাছে নিয়ে গেলে ‌‘আমি কারো সাথে ফোনে কথা বলি না’ এই বলে ফোন ফিরিয়ে দেন সখ।

আত্মীয় স্বজনরা হাসপাতালে এসে ওই নার্সের কাছে এমন দুর্ব্যবহারের বিষয়ে জানতে চেয়ে তর্কে জড়ালে হাসপাতালের অন্যান্যরা ছুটে এসে ঝামেলা থামান। তারপর থেকে সবকিছু ঠিকঠাক চলছে বলেও জানান খুকি।

বিষয়টি অবগত করলে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবির সরকার বলেন, খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

তবে চেষ্টা করেও অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স (পুরুষ) সখের যাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য কিছুদিন আগেও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সাদ্দাম হোসেনের বিরুদ্ধে করোনা পরীক্ষায় দ্বিগুণ ফি নেয়ার অভিযোগ তুলেন এক নারী। বিষয়টি প্রকাশ পেলে তাকে শোকজ করা হয়। এর আগেও চিকিৎসা অবহেলায় সিড়িতে সন্তান প্রসবের মতো ঘটনা ঘটে। এছাড়া রোগী ও তাদের স্বজনদের সাথে দুর্ব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে এই হাসপাতালের ডাক্তার নার্সদের বিরুদ্ধে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও