বিরামপুরে ৩০০ বোতল ফেনসিডিলের সাথে কারসহ ২ মাদক কারবারি আটক

মে ২৯ ২০২১, ১৭:৫৭

Spread the love

এনামুল মবিন সবুজ,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল ১টি প্রাইভেট কার উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

আজ শনিবার (২৯মে) ভোর রাতে সীমান্ত এলাকা দিয়ে ১টি কালো রঙের প্রাইভেট কারে ফেনসিডিল পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার (মহন্ত) এর দিক নির্দেশনায়, এস,আই মামুনুর রশীদ, এস,আই শাজাহান সিরাজ, এস,আই শাহিন (শেখ) এর নেতৃত্বে একটি টহলবাহী গাড়ী দিনাজপুর -ঢাকা মহাসড়কের পাশে পৌরশহরের কলাবাগান এলাকায় অবস্থান নেয় বিরামপুর থানা পুলিশের একটি দল। ভোর সাড়ের ৪টার দিকে ওই স্থান দিয়ে প্রাইভেট কারটির যাওয়ার সময় থামানোর সংকেত দেয় । যার নং (ঢাকা মেট্রো-গ-৩৭-৬০৫২)। এ সময় তল্লাশি চালিয়ে গাড়ির পেছনে বিশেষ কায়দায় রাখা ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে বিরামপুর থানা পুলিশ ।আটককৃতরা হলেন-পৌর এলাকার প্রফেসরপাড়া(বসুন্ধরা) মহল্লার সাইফুল ইসলামের পুত্র কারচালক সুমন হোসেন(২৯) এবং উপজেলার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র আলমগীর হোসেন ওরফে (আলো) (২৬)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আটকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শনিবার সকালের দিকে তাদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওসি আরো বলেন-মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের এই অভিযান বরাবরি অব্যহত থাকবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও