বাগেরহাটের রামপালে মহামারী করোনার গন টিকার ২য় ডোজ দেওয়া শুরু

সেপ্টেম্বর ০৭ ২০২১, ১৬:০৪

Spread the love

মোঃ ইকরামুল হক রাজিব, ব্যুরো প্রধান খুলনাঃ মহামারী করোনার ঝুঁকি এড়াতে সরকারিভাবে করোনার (কোভিড১৯) টিকা প্রদান শুরুর প্রথম দিকে তেমন কোনো সাড়া না পাওয়া গেলেও সরকারের ব্যাপক প্রচার-প্রচারণা এবং মানুষের ভেতর করোনা ছড়িয়ে পড়ায় প্রতিদিনই বাড়ছে রামপাল উপজেলায় টিকা গ্রহণকারীর সংখ্যা (কোভিড১৯) করোনো গন টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করার জন্য রামপাল উপজেলার স্ব স্ব কেন্দ্রের যাচ্ছেন টিকা গ্রহীতারা।

এ সময় রামপাল উপজেলার ১০নং বাঁশতলী ইউনিয়নে দেখা যায় একটু ভিন্ন চিত্র ২ য় ডোজ ঠিকা গ্রহিতাদের মাঝে মাক্স ও ফলজ গাছ তুলে দেন ১০ নং বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, রামপাল উপজেলা আওয়ামী যুবলীগ,
স্বেচ্ছাসেবক লীগ,তারুণ্যের বাঁশতলী স্বেচ্ছাসেবা সংগঠন, ও ৩ নং বাইনতলা ইউনিয়নের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নেতাকর্মীদের রামপাল উপজেলা বিভিন্ন ইউনিয়নে এ সময় টিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবা প্রদান করতে দেখা যায়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও