“বর্ষা মুখর সন্ধ্যা”- রুমানা ইসলাম রুমু

সেপ্টেম্বর ২৩ ২০২১, ১৪:২০

Spread the love

নিরব অনুভবে ছুয়ে দিলো মন
ঘোর সন্ধ্যা বর্ষা মুখর।
অঝোর ধারায় ঝরছে বারি নেই কোথা সাড়া কার।
উদাস মনে ভাবছি বসে ঘোর সন্ধ্যায়।
নিস্তব্ধ প্রকৃতি ঘোর সন্ধা
অবিরাম ঝরছে মেঘের ঝর্ণা।
জলের গন্ধে পাতা গুলো কাপছে
বাতাসের ছন্দে বৃষ্টির গন্ধে মন তাই হাসছে।
ঝুম ঝুম বৃষ্টি অঝোর ঝরছে
বারে বারে মন আজ নানা কথা বলছে।
তমসার চাদরে ঢেকে যায় দিন
ফিরে যায় পাখি ফিরে পায় নীর।
জলের ক্রন্দনে চারিদিক ছলছল
আখিপানে চেয়ে অপলক টলমল।
নীরব প্রকৃতি গেয়ে ওঠে গান
ঝুম ঝুম জলধারা নেমে আসে অবিরাম।


আরো সংবাদ ... আরও