কবিতা “গ্রীষ্মকাল”

মে ২০ ২০২০, ২০:২৬

Spread the love

 

 

 

 

 

 

 

 

 

 

গ্রীষ্মকাল

গ্রীষ্ম কে বলে নেই তোমার দাম,
রসালো ফল পাকানো তোমার কাম।
তোমার উত্তাপে দুর্বিষহ প্রকৃতির প্রাণ,
বাতাসের ভেসে বেড়ায় পাকা ফলের ঘ্রাণ।
আংশকায় প্রকৃতি বুক করে ধড়ফড়,
ওঠে যদি মহাপ্রলয় কালবৈশাখী ঝড়।
জীবের প্রাণে লাগে তৃষ্ণার ছোয়া,
চারদিকে ছরিয়ে পড়ে বিস্বাদের ধোয়া।
গ্রীষ্ম তুমি এসে ছড়ালে কোন মায়া,
প্রভু তুমি দাও মোরে একটুকরো ছায়া।
নদ নদীর পানি শুকিয়ে চারদিক হয় উষ্ণ,
তবু তুমি এসো আমার প্রিয় ঋতু গ্রীষ্ম।

লেখক :  ইয়াকুব আলী ; লিংকন বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্য


আরো সংবাদ ... আরও