বিমানবন্দরে যাত্রীর পায়ুপথ থেকে ইয়াবা উদ্ধার

অক্টোবর ০৮ ২০১৮, ২২:০৮

Spread the love
 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জসিম উদ্দীন নামে এক যাত্রীর পায়ুপথ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহিদুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে আসা একটি ফ্লাইটে (ভিকিউ-৯১২) ঢাকায় আসে ওই যাত্রী। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী এলাকায়  জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সে ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে পায়ুপথে ইয়াবা বহনের কথা স্বীকার করে। পরে যাত্রীকে টয়লেটে নিয়ে বিশেষ কায়দায় পায়ুপথ থেকে ৬০টি ছোট প্যাকেট বের করে আনা হয়। প্যাকেটগুলোতে ৩ হাজার পিস ইয়াবা ছিল। জব্দ মাদকের বিষয়ে ‘শুল্ক আইন- ১৯৬৯’ ও ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০’ অনুযায়ি বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।

উৎস-     শীর্ষনিউজ

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও