দিনাজপুর বিরলের ২ ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড় ঝাপ 

মে ০৯ ২০২২, ১৬:২১

Spread the love

এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ ৭ম ধাপের ঘোষিত তফশীলে দিনাজপুর বিরল উপজেলার ৭নং বিজোড়া ও ১১নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

তফশীল ঘোষণার পর হতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের দৌড় ঝাপ বেড়ে গেছে। দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে নিজেকে যোগ্যপ্রার্থী হিসেবে জাহির করছেন। নৌকা’র মাঝি হতে শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ বাড়ানো’সহ লবিং তদবিরে ব্যস্ত সময় পার করছেন।

অন্যদিকে বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের সাথে পরিচিতিসহ প্রার্থীতা ঘোষণা দিচ্ছেন। থেমে নেই সংরক্ষিত আসনের নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরাও।

উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বিজোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টানা দু’বারের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান আপেল, বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সহিদুল ইসলাম সহিদ, স্বতন্ত্র প্রার্থী এরশাদুজ্জামান মোল্লা।

অন্যদিকে ১১নং পলাশবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুস শুকুর, সাবেক এবং অত্র ইউপি’র প্রথম চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম খোকন, যুগ্ন-সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বাবু, বিএনপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন ও আলতাব হোসেনের নাম শোনা যাচ্ছে।

বিরল উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার জানান, নির্ধারিত তারিখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে সকল প্রস্তুতি চলছে। এটি সফল করতে প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন কর্তৃক সপ্তমধাপে ঘোষিত তফশীলে বিরল উপজেলার ৭নং বিজোড়া ও ১১নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ১৯ মে, প্রার্থীতা প্রত্যাহার ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোট গ্রহন আগামী ১৫ জুন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও