ঘূর্ণিঝড় ‘তিতলি’ কারণে অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ

অক্টোবর ১০ ২০১৮, ২৩:১২

Spread the love

 

বৈরি আবহাওয়ার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ বুধবার দুপুরের পর এ নির্দেশনা দেয়া হয়।

বিআইডব্লিউটিএ জানায়, ঘূর্ণিঝড় তিতলির কারণে ৪ নম্বর বিপদ সঙ্কেত চলতে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত বিভিন্ন নৌ টার্মিনালগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।

তারা আরো জানায়, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও