বরিশালে ব্রেকফেল করে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

অক্টোবর ১১ ২০১৮, ১৯:০৯

Spread the love

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গৌরনদী উপজেলার বাইচখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের সুপারভাইজার বরিশাল নগরীর বদ্যপাড়া এলাকার আ. রব হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৩০), হেলপার উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামে মুনসুর রাঢ়ীর ছেলে লিটন রাঢ়ী (৩৫)। গুরুতর আহত ১৬ যাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, মাওয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে বিএমএফ পরিবহনের একটি বাস যাচ্ছিল। পথিমধ্যে গৌরনদীর বাইচখোলা নামক স্থানে পৌঁছালে গাড়িটি ব্রেকফেল করে।

তাৎক্ষণিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হন। এ ঘটনায় আরও ১৬ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শেখ আতিয়ার রহমান জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচলে সাময়িক সমস্যা সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও