আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হিন্দু বাড়িতে গরুর মাথা ঝুলিয়ে রাখার

অক্টোবর ১২ ২০১৮, ১৮:৪১

Spread the love

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হিন্দু বাড়িতে গরুর মাথা ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর, জমি দখল, হিন্দুদের কুপিয়ে হত্যার প্রচেষ্টার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, ‘পিরোজপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের নেতৃত্বে মন্দির ভাঙচুর ও লুটতরাজ করা হয়। এতে প্রতিবাদ করলে তিনজনকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়। চাঁদপুরে জমি দখলের উদ্দেশে হিন্দু বাড়ির উঠানে গরুর মাথা ঝুলিয়ে রাখা হয়েছে। অথচ বরাবরের মতো অপরাধীদের গ্রেফতার ও শাস্তি বিধান করতে সরকারের কোনো গরজ নাই।’
বক্তাগণ আরও বলেন, ‘দেশে এক ত্রাসের রাজত্ব চলছে। হিন্দু সম্প্রদায়ের মধ্যে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। হিন্দু সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছে। দেশের কোথাও শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ নাই।’এ সময় তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘হিন্দুদের ওপর আক্রমণ আক্রমণকারীদের গ্রেফতার ও শাস্তি প্রদান না করা হলে সকল হিন্দু সম্প্রদায় আগামী নির্বাচনে ভোট পরিহার করবে।’

হিন্দু ছাত্র মহাজোটের আহব্বায়ক প্রশান্ত হালদার এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র সহ-সভাপতি সোনালী দাস, এম কে রায় প্রমুখ। সংবাদ উৎস – শীর্ষনিউজ

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও