২৪৮ বস্তা সরকারি চালসহ ২ জন আটক

অক্টোবর ১২ ২০১৮, ১৯:৪১

Spread the love

 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২৪৮ বস্তা সরকারি চালসহ দুই জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএনআই) সদস্যরা।
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আব্দুর রহিম (৪০) নোয়াখালীর সেনবাগ উপজেলার আহম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও জামাল মিয়া (৫০) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের নান্নু মিয়ার ছেলে। আটকের পর তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সদস্যরা।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে সংবাদ পেয়ে এনএসআই’র সড়স্যরা ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে চালভর্তি একটি ট্রাক জব্দ করে। ধারণা করা হচ্ছে চালগুলো খোলাবাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দকৃত সরকারি চাল। চালগুলো বিজয়নগরের চম্পকনগর থেকে শ্রীমঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
উৎস-       শীর্ষনিউজ

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও