‘শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন হবে’-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম

অক্টোবর ১৩ ২০১৮, ২৩:২৬

Spread the love
১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সকল বিভ্রান্তি দূর করে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচালকারীদের জনগণ আস্থাকুঁড়ে নিক্ষেপ করবে। জাতীয় যুক্ত ফ্রন্টের নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে। জাতি ষড়যন্ত্র চায় না, উন্নয়ন চায়। স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকুক।

শনিবার সন্ধ্যা মহানগরীর শহীদ হাদিস পার্কে ১৪ দলের জেলা ও মহানগর শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় নির্বাচনের প্রচারাভিযানের অংশ হিসাবে এ জনসভার আয়োজন করা হয়।

মোহাম্মদ নাসিম বলেন, ইউরোপ ও আমেরিকারর মত এখানে ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচালকারীদের চক্রান্ত নসাৎ করা হবে।
তিনি আরো বলেন, মেসি নেইমার গোল মিস করতে পারে, শেখ হাসিনা গোল মিস করবে না। যদি বুকের পাটা থাকে নির্বাচনে আসেন। ফাউল করবেন না, ফাউল করলে লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। আপনি ক্ষমতায় ছিলেন, স্বামী হত্যার বিচার করতে পারেনি। চক্রান্ত শুরু হয়ে গেছে। শেখ হাসিনার কোন বিকল্প নেই, তার বিকল্প সে নিজেই। এই দুনিয়ার কেউ নির্বাচন ঠেকাতে পারবে না, নির্বাচন হবেই।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। বক্তৃতা  দেন সাম্যবাদী দলের সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, ন্যাপের ইসমাইল হোসেন, জেপি’র সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, এস কে শিকদার, অসিত বরণ রায়, রেজাউর রশীদ খান, শরীফ শফিকুল হামিদ চন্দন, ফজলুর রহমান, ইকবাল হোসেন প্রমুখ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও